জাল ঠেকাতে যুক্তরাষ্ট্রে ডিজিটাল নোট !
নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন উচ্চ প্রযুক্তির ১০০ ডলারের ব্যাংক নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক। নতুন এই নোটে নীল রঙের থ্রি-ডি প্রযুক্তির রিবন এবং বিশেষ ধরনের ধাতু ও কালির লোগো ব্যবহার করা হয়েছে। জালনোট প্রস্তুতকারীদের পক্ষে এই নোটের নকল করা খুব কঠিন হবে।
নতুন এই নোটে উচ্চ প্রযুক্তির পাশাপাশি প্রচলিত নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোও ব্যবহার করা হয়েছে। ২০১০ সালে নতুন এই নোটের ডিজাইন করা হলেও অপ্রত্যাশিত উত্পাদন সমস্যার কারণে বাজারে আসতে বিলম্ব ঘটেছে বলে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে। নোটের মধ্যে থ্রি-ডি প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা অনেকটা কাপড়ে সেলাই বোনার মতো করে ব্যবহার করা হয়েছে। ফলে এটা নকল করা কিংবা প্রতিরূপ তৈরি করা সম্ভব নয়।
নতুন নোটে প্রায় ১০০ প্রকারের নিরাপত্তা বৈশিষ্ট্য আছে। সিকিউরিটি পেপার কোম্পানি ফোর্টরেস পেপারের প্রধান নির্বাহী চ্যাডউইক ওয়াসিলিকফ বলেন, ডলারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটা অনেক বড় একটি পদক্ষেপ।
নীল রঙের রিবনের পাশে তামাটে রঙের একটি ঘণ্টার ছবি এবং তার ওপর সবুজ রঙের একটি লোগো আছে। তাছাড়া নোটের নিচের দিকে উজ্জ্বল তামাটে রঙের কালিতে ‘১০০’ লেখা আছে। নাড়াচাড়া করলে যা রঙ পরিবর্তন করে সবুজ দেখাবে।
অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে রিবনে ক্ষুদ ক্ষুদ্র হরফে ১০০ সংখ্যাটি অনেকবার লেখা রয়েছে। মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে যা দেখা কঠিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামের একজন মার্কিন বিজ্ঞানী নতুন বৈশিষ্ট্যের এই ১০০ ডলারের নোটটির ডিজাইন করেছেন।