স্যামসাং ও এ্যাপেলকে টপকে
বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন প্রস্তুতকারক এখন হুয়াওয়ে
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ও অ্যাপেলকে টপকে প্রথমবারের মতো বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে কোম্পানিটির স্মার্টফোন বিক্রি বেড়ে যাওয়ায় এটি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যবসা কমলেও অভ্যন্তরীণ বাজারে বিক্রি বেড়েছে হুয়াওয়ের।
হুয়াওয়ের বিক্রি ৫ শতাংশ কমলেও দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি বিক্রি করেছে ৫৫.৮ মিলিয়ন মোবাইল ফোনসেট, দ্বিতীয় স্থানে স্যামসাং বিক্রি করেছে ৫৩.৭ মিলিয়ন এবং দক্ষিণ কোরিয়ার এ কোম্পানিটির বিক্রি কমেছে ৩০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে একই সময়ে স্মার্টফোন বিক্রি কমেছে মোট ২৭ শতাংশ।