এ আমলেই দুই-একজনের রায় কার্যকর : নাসিম

Nasimআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের সময়ে হয়তো দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের দুই-একজনের জনের রায় কার্যকর হবে। তবে সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর করতে হলে মহাজোট সরকারকে আবারো ক্ষমতায় আসতে হবে।
তিনি বলেন, “৭১ সালে রাজাকারদের হাতে নিহতদের পরিবারসহ বাংলার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করা হয়। বর্তমানে চিহ্নিত যুদ্ধাপরাধীদের রায় দেয়া চলছে। একে একে অনেকগুলো রায় ঘোষণা হয়েছে।” বুধবার সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাসভবনে ১৪ দলের  এক সংবাদ সম্মেলনে নাসিম এসব কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের দেয়া রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসিম বলেন, “মুক্তিযুদ্ধ চলাকালীন আব্দুল আলীম ঘাতক রাজাকার আর পাকবাহিনীর সহায়তায় অসংখ্য মানুষ খুন করেছেন। জয়পুরহাটের মাটি বধ্যভূমি বানিয়েছেন।”
নাসিম তার প্রতিক্রিয়ায় বলেন, “হয়তো এই রায়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দেশবাসীর দাবি চরমদণ্ড। তবে আদালতের দেয়া এ রায়ে শহীদের আত্মা শান্তি পাবে। ইতিমধ্যেই কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদীসহ অনেকেরই ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। ৭১এর শহীদের পরিবার ও দেশের মানুষ সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর দেখতে চায়। সে জন্যই আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে মহাজোটকে ক্ষমতায় বসাতে হবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি হচ্ছে যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলাম।”
তিনি অভিযোগ করেন, “বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর লক্ষ্য নিয়েই এখন মাঠে নেমেছেন। যদি কোনোভাবে তারা ক্ষমতায় আসতে পারে, তাহলে দণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধপরাধীরা ছাড়া পেয়ে যাবে। দেশে আবারো এসব চিহ্নিত যুদ্ধাপরাধী নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাদের স্পর্ধিত আস্ফালন আর মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড আবারো বাংলার জনগণকে বধ্যভূমিতে ফিরিয়ে নেবে। কারণ বেগম খালেদা জিয়ার জনসভায় যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড বহন করা হচ্ছে।”
নাসিম বলেন, “বেগম খালেদা জিয়া নতুন ধারার সরকারের যে ঘোষণা দিয়েছেন, সব চিহ্নিত যুদ্ধাপরাধীকে নিয়েই তিনি নতুন ধারার সরকার গঠন করবেন।”
মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সুর্য্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানি, সাংগঠনিক সম্পাদক আহসানুল কবীর দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button