রসায়নে নোবেল পেলেন তিন গবেষক
রসায়ন শাস্ত্রে চলতি বছরের নোবেল পুরস্কার পাচ্ছেন তিনজন। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের মার্টিন কারপ্লাস, স্ট্যানফোর্ডের মাইকেল লেভিট এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরিয়েহ ওয়ারশেল রসায়নকে সাইবারজগতে নিয়ে যাওয়ার কৃতিত্বের জন্য এই পুরস্কার লাভ করছেন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বুধবার এই পুরস্কারের ঘোষণা দেয়। তিন বিজ্ঞানীই আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। কারপ্লাস অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ওই দেশেরও নাগরিক। লেভিট দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রিটিশ ও ইসরাইলি পাসপোর্টও বহন করেন। ওয়ারশেল ইসরাইলে জন্মগ্রহণ করেছিলেন। তার ইসরাইলি পাসপোর্টও রয়েছে।