লন্ডন-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু সোমবার

করোনার কারণে প্রায় সাড়ে চারমাস বন্ধ থাকার পর আগামী সোমবার থেকে লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। আগামী রোববার (৯ আগষ্ট) লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সোমবার (১০আগষ্ট) সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ব্যবস্থাপক এ জি এম আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ ব্যাপারে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে সিলেটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষাঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধকল্পে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিলেট ওসমানী বিমানবন্দরকে সব ধরণের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে।
করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২৪ মার্চ থেকে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে একদিন লন্ডন থেকে রোববার সরাসরি লন্ডন- সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ফ্লাইট চালু থাকবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button