বাংলাদেশকে মৃত্যুদণ্ড বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে ইইউ
জাতিসঙ্ঘের প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ সরকারকে মৃত্যুদণ্ড বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপ ডে ও মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক দিবসের প্রাক্কালে বুধবার সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতরা বলেছেন, ২০১০ সালের ডিসেম্বরে জাতিসঙ্ঘ সাধারন পরিষদের ৭১তম প্লানারি সেশনে অনুমোদিত ৬৫/২০৬ প্রস্তাবনায় সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড বিলুপ্ত করার প্রক্রিয়ার অংশ হিসাবে এ ধরনের সব দণ্ডাদেশ কার্যকর করা থেকে বিরত থাকার জন্য সব দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আমরা আশা করি বাংলাদেশসহ জাতিসঙ্ঘের সব সদস্য রাষ্ট্র এ প্রস্তাবনা অনুযায়ী পদক্ষেপ নিয়ে বিশ্বে মৌলিক অধিকার ও মানবতার প্রতি সম্মানকে অুণœœ রাখবে। মৃত্যুদণ্ড সকলের বাঁচার অধিকারকে খর্ব করে। সব মানুষের মানবাধিকারের সর্বোচ্চ রক্ষাকবচ হিসাবে রাষ্ট্রের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তাই কাউকেই জীবন থেকে বঞ্চিত করা উচিত না। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইইউ’র দৃঢ় অবস্থানের কথা উল্লেখ চিঠিতে বলা হয়েছে, এটি মানবাধিকারের প্রতি শ্রদ্ধার একটি অবিচ্ছেদ্য অংশ। ইইউ রাষ্ট্রদূতরা মৃত্যুদণ্ড বিলুপ্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, ইটালি, সুইডেন ও ইইউ ডেলিগেশনের মিশন প্রধানরা চিঠিতে স্বাক্ষর করেছেন।