গণবিজ্ঞপ্তি জারি
বর্ধিত হচ্ছে সিলেট সিটি করপোরেশন
বর্ধিত হচ্ছে সিলেট সিটি করপোরেশনের। সিসিকের সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে গত রোববার গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার বেশ কিছু এলাকাকে সিলেট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ২৬ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এই নগরকে ২০১৪ সালে সম্প্রসারণে উদ্যোগ নেয় সিসিক। নগরীর বর্তমান আকারের প্রায় ছয়গুণ আয়তন বৃদ্ধির একটি প্রস্তাব জমা দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে পাঁচ বছর ধরে আটকে ছিল এ প্রস্তাবনা। এ অবস্থায় গত গত বছরের নভেম্বর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিটি করপোরেশন সম্প্রসারিত করার লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরীর আয়তন বাড়ানোর প্রস্তাবে একাত্মতা পোষণ করেন। এ ব্যাপারে করণীয় সম্পর্কে দিকনির্দেশনাও দেন তিনি। এর প্রায় নয় মাস পর রোববার নগর সম্প্রসারণে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তি অনুসারে সিলেট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হতে যাওয়া এলাকাগুলো হলো- সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের কুমারগাঁও-৮০, মইয়ারচর-৮১ (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ব্যতীত) টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূমি, খুরুমখলা শাহপুর -৮২, আখালিয়া ৮৮ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যতীত অবশিষ্ট ভূমি)। খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও-৮০। খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড-৯৩ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি), টিলাগড়- ৯৫, দেবপুর-৯৬ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি), কসবা কুইটুক-১০০, সুলতানপুর চক-১০১, পেশনেওয়াজ ১০২। টুলটিকর ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড-৯৩ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি), টিলাগড়-৯৫, দেবপুর-৯৬ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি)। দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের হবিনন্দি-১০৭ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি), মনিপুর-১০৮ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি), আলমপুর-১০৯ ( পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি), গোটাটিকর-১১০ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি)। বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর-১১৪, ধরাধরপুর-১১৫, বরইকান্দি-১১৬ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি), গোধরাইল-১২৬ ( পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি)। তেতলী ইউনিয়নের ধরাধরপুর-১১৫, বরইকান্দি (অবশিষ্টাংশ)-১১৬ (পূর্বে সিটি করপোরেশন অন্তর্ভুক্ত অংশ ব্যাতীত অবশিষ্ট ভূমি), বলদী-১২৫ (আংশিক) (২১৯৯-২৩৪৯, ৩৫০৯- ৩৫১১, ৩৫১৩-৩৫৩৩)।
সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া এলাকাগুলোর বাসিন্দাদের কোনো পরমার্শ বা অভিযোগ থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানোর জন্যও বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।