ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কেলেংকারী: ব্রিটেনে হাজারো অভিবাসী শিক্ষার্থীর অশেষ দুর্ভোগ
আখলাকুর রহমান বলেন, আমরা শুধু বেঁচে থাকার মতো কিছু পেতে সক্ষম হচ্ছি। শুধু সাদা ভাত, সকালের নাস্তার জন্য ব্রেড-এই হচ্ছে আমাদের খাবার। আসলেই এভাবে চলা কঠিন। যুক্তরাজ্যের সুইন্ডনের একটি ছোট্ট ফ্লাট থেকে কথা বলছিলেন তিনি। তার এক বছরের শিশু পুত্রকে আনন্দ দানের জন্য উচ্চস্বরে বাজানো শিশুদের মিউজিক প্লের শব্দ ভেসে আসছিলো ব্যাকগ্রাউন্ডে। ৩৭ বছর বয়সী আখলাকুর রহমান ২০০৯ সাল বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসেন। এর বছর তিনেক আগে তার স্ত্রী মেহেনাজ (৩০) এখানে আসেন। উভয়ই পড়াশোনা শুরু করেন। স্বামী আইন নিয়ে এবং স্ত্রী তার এডভান্সড ম্যানেজমেন্টে। কিন্তু তারা মুশকিলে পড়ে যান, যখন মেহেনাজ ২০১৪ সালে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে চিটিংয়ের অভিযোগে…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login