৭৩টি বিক্রয় কেন্দ্র বন্ধ করতে যাচ্ছে পিৎজা এক্সপ্রেস
যুক্তরাজ্যে নিজেদের ৭৩টি রেস্তোরাঁ বন্ধ করতে যাচ্ছে পিৎজা এক্সপ্রেস। এর মধ্য দিয়ে ছাঁটাই হতে পারে রেস্তোরাঁ চেইনটির অন্তত ১ হাজার ১০০ কর্মী। মূলত মহামারীজনিত ক্ষতি সামলাতে ব্যয় সংকোচনের লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে পিৎজা এক্সপ্রেসের বিক্রয় কেন্দ্র রয়েছে ৪৫৪টি।
পিৎজা এক্সপ্রেস জানিয়েছে, তিন বছর ধরে তাদের অধিকাংশ রেস্তোরাঁ লাভজনক অবস্থানে থাকলেও আয় কমে যাচ্ছিল। এরই মধ্যে আঘাত হানে নভেল করোনাভাইাস। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের জন্য পিৎজা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক জো বাওলি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বৈশ্বিক মহামারীর প্রভাবে আমাদের কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। দীর্ঘমেয়াদে পিৎজা এক্সপ্রেসের সুরক্ষার জন্য বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেয়া ছাড়া উপায় নেই।
বাওলি আরো বলেন, অধিকাংশ ক্ষেত্রেই সেসব বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয়া হচ্ছে যেগুলোর কাছাকাছি এরই মধ্যে পুনরায় খোলা হয়েছে কিংবা হবে এমন আরো একটি পিৎজা এক্সপ্রেস রয়েছে।