বাংলাদেশকে ১১ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
বাংলাদেশের জন্য আগামী তিন বছরের ঋণ পরিকল্পনা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২১ থেকে ২০২৩ মেয়াদে ১১ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে সংস্থাটি। করোনা পরিস্থিতি মোকাবেলার বিষয়টি প্রাধান্য দিয়ে এ কর্মসূচি তৈরি করেছে সংস্থাটি। বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি অপারেশন বিজনেস প্ল্যান (সিওবিপি) উদ্ধৃত করে গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।
সিওবিপিতে স্বাস্থ্যসেবা উন্নয়ন কর্মসূচি, জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি সহনীয় করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, স্টার্টআপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি, এসএমই খাতের উন্নয়ন, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা সহায়তা, কম্পিউটার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রকল্প, ডিজিটাল বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই প্রকল্প, কোস্টাল টাউন ইমপ্রুভমেন্ট প্রকল্প, সেকেন্ডারি টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্প, সাসেক ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিয়েশন প্রোগ্রাম, ঢাকা-সিলেট রোড প্রজেক্ট, ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়াল গেজ প্রকল্প, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো প্রকল্প ও রোড সেফটি প্রকল্পসহ আরো কয়েকটি প্রকল্পে এ অর্থ সহায়তা দেয়ার কথা জানিয়েছে এডিবি।