স্বাভাবিক নিয়ম এড়িয়ে যাওয়া হচ্ছে
দ্রুত মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে চায় ব্রিটেন
ব্রিটেনে করোনার ভ্যাকসিন দ্রুত মানুষের মধ্যে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করেছেন বৃটিশ মন্ত্রীরা। এরফলে ভ্যাকসিন অনুমোদনের স্বাভাবিক নিয়ম এড়িয়ে যাওয়া হচ্ছে। তবে এই পদ্ধতি সাময়িক সময়ের জন্য শুধুমাত্র দ্রুত ভ্যাকসিন আনার জন্যে অনুসরণ করা হবে।
তবে বৃটিশ সরকার জানিয়েছে, ভ্যাকসিন বা ঔষধ নিরাপত্তার সর্বোচ্চ স্তর পার হলেই এই পদ্ধিতে দ্রুত এর অনুমোদন দেয়া হবে। এ বছরের শেষের দিকেই অক্সফোর্ডের ভ্যাকসিন বাজারে আসবে বলে জানিয়ে আসছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। ছাত্র, চিকিৎসক ও নার্সদের ভ্যাকসিন স¤পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছে মিরর। যদি ভ্যাকসিন আবিষ্কার হতে ২০২১ সাল লেগে যায় তাহলে এর আগেই এই ভ্যাকসিন যাতে ব্যবহার করা যায় সেই সুযোগই করে দিতে চাইছে বৃটিশ সরকার। তবে এর আগে ভ্যাকসিন নিরাপদ এটি নিশ্চিত হয়ে নেয়া হবে।
তবে বৃটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এজন্য আরো কিছু বাঁধা পার হতে হবে বৃটেনকে। এ বছরের ৩১ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেড়িয়ে যাচ্ছে বৃটেন। এর আগে ভ্যাকসিন অনুমোদন দিতে হলে তা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির থেকে অনুমোদিত হতে হবে। সেখান থেকে অনুমোদন পেলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন অনুমোদন পাওয়ার আগেই বৃটিশরা করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।