লালখানবাজার মাদ্রাসার সম্পত্তি দখল করতেই সরকারের স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে : হেফাজতে ইসলাম
একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যেই চট্টগ্রাম লালখানবাজার মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে একটি কমিউনিটি সেন্টারে আহূত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরেই দেশের কওমী মাদ্রাসা বন্ধের ধারাবাহিক ষড়যন্ত্র চলে আসছে। তারই অংশ হিসেবে সরকারের মদদপুষ্ট স্বার্থান্বেষী মহল নিছক একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলাচ্ছে। তারা বর্তমানে লালখানবাজার মাদ্রাসার কোটি কোটি টাকার ভূসম্পত্তি দখল করতেই গ্রেনেড ও বোমা তৈরির কল্পকাহিনী প্রচার করছে। ‘কওমী মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র, মিথ্যা প্রচারণায় তল্লাশির নামে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অহেতুক হয়রানি এবং বন্ধ হয়ে যাওয়া লালখানবাজার মাদ্রাসা খুলে দেয়া’র দাবিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শামসুল আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আমির মাওলানা তাজুল ইসলাম, উত্তর জেলা সহ-সভাপতি মোঃ শফি, কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুর রহমান প্রমুখ।