লিবিয়ার প্রধানমন্ত্রী মুক্ত
অপহরণের কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জিদান। সরকারের সাথে শিথিল সম্পর্ক রক্ষাকালী সাবেক বিদ্রোহী গ্রুপ রেভ্যুলশনারিস অপারেশন্স রুম জানিয়েছে, তারা প্রসিকিউটর জেনারেলের আদেশে প্রধানমন্ত্রীকে গ্রেফতার করেছিল। তবে বিচার মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার মার্কিন কমান্ডোরা লিবিয়ার মাটি থেকে আল কায়েদার সিনিয়র নেতা আনাস আল-লিবিকে গ্রেফতার করার ঘটনায় যে কয়েকটি মিলিশিয়া ক্ষোভ প্রকাশ করেছিল, তাদের অন্যতম এই গ্রুপটি। বৃহস্পতিবার ভোরে রাজধানী ত্রিপোলির এক বিলাসবহুল হোটেল থেকে একটি সশস্ত্র গ্র“প তাকে অপহরণ করে। এই হোটেল ছিল তার আবাসস্থল। তার দুই প্রহরীকেও অপহরণ করা হয়। নিরাপত্তা দরজা ভেঙে তারা ভিতরে ঢোকে। এ অপহরণের ব্যাপারে লিবিয়ার সরকারি ওয়েবসাইটে বলা হয়, ‘অন্তবর্তী সরকারের প্রধান আলী জিদানকে একটি গ্র“প অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে। জিদানকে অপহরণের কারণ জানা যায়নি।