কমনওয়েলথ দেশগুলোর জন্য যুক্তরাজ্যের নতুন সংস্থা এফসিডিও
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর নাম পরিবর্তনের মাধ্যমে এখন থেকে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) নামে নতুনভাবে পরিচালিত হবে। আগের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) ও ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) সংস্থা দুটি একত্রে যুক্ত হয়ে পরিচালিত হবে এফসিডিও।
যুক্তরাজ্য জানায়, এফসিডিও সংস্থার সাথে ডিএফআইডি যুক্ত হয়েছে। ব্রিটিশ ফরেন সেক্রেটারির অধীনে পরিচালিত হবে এই সংস্থা। উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত জুন মাসে ডিএফআইডিকে ফরেন অফিসের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সেই অনুযায়ী ডিএফআইডি এফসিডিও’র সঙ্গে যুক্ত হচ্ছে। এর মধ্যে দিয়ে যুক্তরাজ্য সরকারের অনুদান ফরেন অফিসের মাধ্যমে দেয়া হবে।