ব্রিটেনে মহামারিকালেও সেবাদান
১৭ বছর ভিসার জন্য লড়াই করেও এনএইচএস কর্মী ব্রিটেন থেকে বহিষ্কৃত হওয়ার ঝুঁকিতে
ইমিগ্রেশন বাবদ এ পর্যন্ত তার ৪০ হাজার পাউন্ড খরচ
এনএইচএস-এর আইটি ইন্জিনিয়ার, যিনি পুরো করোনাভাইরাস মহামারির সময় ব্রিটেনের হাসপাতালসমূহে কাজ করেছেন এবং গত ১৭ বছর আগে এদেশে আসার পর থেকে হোম অফিসের অভিবাসন নীতিমালা পালনের যথাসাধ্য চেষ্টা করেছেন, তিনি এখন যুক্তরাজ্য থেকে বিতাড়িত হওয়ার উপক্রম। এই আইটি প্রকৌশলীর নাম ফররুখ শিয়ার। তিনি বলেন, আমি সব সময় নীতিমালা মেনে চলার চেষ্টা করেছি। আমি কখনো বিধিবিধান লংঘন করিনি। আমার বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারি অভিযোগ নেই। এমনকি কোনো ড্রাইভিং টিকেটও নেই। দুই সন্তানের পিতা ফররুখের অভিবাসনের ইতিহাস বেশ জটিল। যদিও এক্ষেত্রে তার কোন দোষ নেই। মানচেস্টারের এই বাসিন্দা হোম অফিসের দুটি নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হন,যা পরে বেআইনী বলে প্রতিয়মান হয়। তাকে…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login