মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ‘মেইল ভোট’ শুরু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। তবে দেশটিতে শুক্রবার থেকে নির্বাচনের মেইল ভোট কার্যক্রম শুরু হয়েছে। দেশটির নর্থ ক্যারোলিনা থেকে এই ভোটের কার্যক্রম শুরু হয়। নর্থ ক্যারোলিনায় মেইল ভোটের জন্য ৬০ লাখের বেশি ব্যালট পাঠানো হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে এক চতুর্থাংশ ভোট পড়েছিল এই মেইলে। তবে এবার করোনার কারণে ধারণা করা হচ্ছে, গতবারের চেয়ে ভোটাররা মেইলে বেশি ভোট দেবেন।
এবার ইমেইলের মাধ্যমে ভোট হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে। মেইলের মাধ্যমে ভোট গ্রহণ হলে সময় মত মেইল পৌঁছাবে না বলে জানিয়েছে দ্যা ইউএস পোস্টাল সার্ভিস। গত মাসে দেশজুড়ে অঙ্গ রাজ্যগুলিকে চিঠিতে সংস্থাটি বলেছিল, নির্দিষ্ট কিছু সময়ে পোস্ট সার্ভিস সরবরাহ সম্ভব না। এবার করোনার জন্য রেকর্ড সংখ্যক মানুষ মেইলে ভোট দেবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্পের মতে, মেল-ইন ব্যালট ভোট জালিয়াতির দিকে পরিচালিত করবে এবং এতে করে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জো বাইডেন উৎসাহিত হবে। এদিকে ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন সরকার পরিচালনায় ট্রাম্পের ব্যর্থতা মার্কিন জনগণের কাছে তুলে ধরছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button