চাকরি ছাড়তে চান ব্রিটেনের হাজার ডাক্তার
চাকরি ছাড়তে চান ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)’র অন্তত এক হাজার ডাক্তার। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের ব্যর্থতা, মহামারীতে কাজের অতিরিক্ত চাপ এবং কম বেতনের হতাশা থেকে তারা চাকরি ছাড়তে চাইছেন। এ ডাক্তাররা কেউ কেউ বিদেশে চলে যাবেন, কেউবা ক্যারিয়ারে বিরতি নেবেন আর কেউ প্রাইভেট হাসপাতালে যোগ দেবেন। তাদের কাজের স্ট্রেস লেভেল বেড়ে যাওয়া এবং নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা উদ্বিগ্ন। সম্প্রতি এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি ডা. সামান্থা ব্যাট-রডেন বলেছেন, মহামারী এনএইচএসের ডাক্তারদের ক্ষতবিক্ষত করেছে। তারাই এ জরিপটি চালিয়েছে। অন্তত এক হাজার ডাক্তার আগামী তিন বছরের মধ্যে চাকরি ছাড়তে চাইছেন। ডা. সামান্থা ব্যাট-রডেন আরো বলেছেন, ‘সরকার আমাদের ডাক্তারদের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। আমাদের ডাক্তাররা সময় সময় তাদের রোগীদের নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়েছেন।’
ব্রিটেনের ১৭৫৮ জন ডাক্তারের ওপর এ জরিপ চালানো হয়েছে। বেশির ভাগ ডাক্তার তাদের কাজ ছাড়ার কারণ হিসেবে জানিয়েছেন তাদের বেতন-ভাতা বৃদ্ধি না হওয়া। এছাড়া আছে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্টের অভাব, জনসমক্ষে তাদের কথা বলতে না দেয়া। সর্বোপরি তাদের নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়েও তারা উদ্বিগ্ন।
This is really very worrying. The vast majority of doctors considering leaving the NHS with nearly half citing the impact of the pandemic on their mental health. The true impact of the pandemic on NHS staff is only just emerging. We need to look after them now more than ever. https://t.co/gTvCCgCDhZ
— Dr Samantha Batt-Rawden (@sbattrawden) September 5, 2020