দৈনিক প্রথম আলো বিএনপির আলো : সুরঞ্জিত
জনমত যাচাই নিয়ে দৈনিক প্রথম আলোর জরিপ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্ঠামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “প্রথম আলোর বিচ্ছুরণ কখন কার দিকে যায়-এটা বুঝা কঠিন। প্রথম আলো সকলের আলো নয়। তাদের জরিপটি কতটুকু নিরপেক্ষ এটা নিয়ে সবারই প্রশ্ন রয়েছে। প্রথম আলো বিএনপির আলো। প্রথম আলো প্রথম ১৮ দল এবং প্রথম আলো শেষ ১৮ দল।” বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত বলেন, “প্রথম আলোর এ জরিপ আপনাদের(১৮ দল বা বিএনপি) জন্য গ্রহণযোগ্য। অতএব আর কোনো কথা ছাড়াই নির্বাচনে চলে আসুন। আপনারা(১৮দল) মেন্ডেট পেলে আমরা বিরোধী দলে বসবো।”
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আমরা মুজিব হব’ সংগঠনের ‘যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের সাফল্য- বিএনপি-জামায়াতের দেশ ধ্বংসের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আগামী দশম জাতীয় সংসদ নির্বচান প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষেদের সদস্য বলেন, “বিড়াল কালো না সাদা, লাল না খয়েরি এটা মুখ্য বিষয় না। বিড়াল ঈঁদুর ধরে কিনা এটাই মুখ্য। তেমনি নির্বাচন সুষ্ঠ হচ্ছে কিনা? নির্বাচন কমিশন সুষ্ঠভাবে কাজ করতে পারছে কিনা এটাই মুখ্য।” সুরঞ্জিত বলেন, “মহাজোট সরকার নির্বাচন সুষ্ঠ করতে আপোসহীন। নির্বাচন কমিশন যে সাহায্য চাইবে তা দিতে সব সময় প্রস্তুত থাকবে সরকার।” তিনি বলেন, “বিরোধী দলীয় নেত্রীর কাছে মানুষ মার্জিত ও সাংবিধানিক আচরণ আশা করে। কারণ, তিনি সাংবিধানিক শপথ নিয়ছেন। তিনি সংবিধানবিরোধী বক্তব্য দিলে এটা শুধু অগণতান্ত্রিকই নয় রাষ্ট্রদ্রোহিতার অপরাধের শামিল। তিনি বলেন, “২৪ অক্টোবর তারা কি পেয়েছে? সরকার পাঁচ বছরের মেয়াদ শেষ করে নির্বাচন দিবে। অতএব ২৪ তারিখে তো সংসদ বাতিল হচ্ছে না। তাহলে জনমনে এত আতঙ্ক ছড়ানোর কি আছে? ২৪ তারিখে সংসদও যাবে না প্রধানমন্ত্রীও যাবে না।”