যার মূল্যমান হবে ১ হাজার ৫২০ কোটি পাউন্ড
জাপানের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের
আজ শুক্রবার বেক্সিট-পরবর্তী প্রথম গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি ঘোষণা করেছে যুক্তরাজ্য। আর এ চুক্তি সম্পন্ন হয়েছে জাপানের সঙ্গে। ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড জানিয়েছে, নতুন এ চুক্তি মোটাদাগে বর্তমানের ইউরোপীয় ইউনিয়ন-জাপান চুক্তির মতোই, যার মূল্যমান হবে ১ হাজার ৫২০ কোটি পাউন্ড।
যুক্তরাজ্য ও জাপানের মধ্যে এই বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদিত হয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য সচিব লিজ ট্রাস ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিত্সু মোতেগির মধ্যে। এক ভিডিওকলের মাধ্যমে তারা এ চুক্তি সম্পাদন করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেন, ‘আমরা এ চুক্তির মধ্য দিয়ে আমাদের বাণিজ্যনীতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি। একই সঙ্গে ভবিষ্যতেও একটি বাণিজ্যিক দেশ হিসেবে ইইউর বাইরে আমাদের সাফল্য অব্যাহত থাকবে।’
ট্রাস এ চুক্তিকে যুক্তরাজ্য ও জাপানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন, যা ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে যোগদানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চুক্তিটি বর্তমান ইইউ চুক্তি থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। এর মধ্য দিয়ে ব্রিটিশ ব্যবসা খাত, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, খাদ্য ও পানীয় এবং প্রযুক্তি খাত দারুণ লাভবান হবে।
অন্যদিকে জাপানের পক্ষে মোতেগি বলেন, চুক্তিতে পোশাক থেকে প্রযুক্তি ও স্কচ হুইস্কির মতো বিভিন্ন বাণিজ্য খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, ১ জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে। তার মতে, চুক্তিটি নিয়ে বেশ কঠিন আলোচনা করতে হয়েছে। কিন্তু তিন মাসের মধ্যেই ঐকমত্যে পৌঁছানো গেছে, যা বেশ দ্রুতই বলা চলে।
এ চুক্তির আওতায় দুই দেশের মধ্যে প্রায় ৯৯ শতাংশ রফতানি শুল্কমুক্তভাবে সম্পন্ন হবে। রফতানি ক্ষেত্রে বিশেষ নজর দেয়া হবে খাদ্য ও পানীয় এবং ফিন্যান্স ও প্রযুক্তি খাতে। জাপান থেকে আমদানি করা হবে ম্যানুফ্যাকচারিং পার্টস। অন্যদিকে যুক্তরাজ্য থেকে রফতানি করা হবে শূকর ও গরুর মাংস এবং স্যামন মাছ।
ব্রিটিশ ব্যবসায়ীরাও এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। চুক্তিটিকে ‘যুগান্তকারী মুহূর্ত’ বলে অভিহিত করেছেন কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রিজের মহাপরিচালক ক্যারোলিন ফেয়ারব্রেইন। তার মতে, এ চুক্তি থেকে সর্বোচ্চ মাত্রায় লাভবান হওয়ার জন্য এখন সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে।
মূলত ব্রিটেন ও জাপান গত মাসেই এ চুক্তি সম্পাদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। কিন্তু আলোচনা গুছিয়ে আনতে ব্যর্থ হয় উভয় পক্ষ। ব্রিটিশ মিডিয়া প্রতিবেদনে জানিয়েছিল যে চুক্তিতে কৃষি খাতের বেশি কিছু বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি।
📢 BREAKING: the UK has just agreed its first trade deal as an independent trading nation 🇬🇧 🇯🇵
Our deal with Japan creates new opportunities for UK businesses that go far beyond the EU-Japan deal.
Here are 10 benefits:
1/11 pic.twitter.com/uwZHFkNyUV
— Department for International Trade (@tradegovuk) September 11, 2020