চুক্তিহীন ব্রেক্সিটের দিকে এগুচ্ছে ইইউ
চূড়ান্ত ব্রেক্সিট পরিকল্পনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সিদ্ধান্তে অনড় ব্রিটেন। প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে সিদ্ধান্তে অবিচল থাকার কথা জানিয়েছেন। এরপর ইউরোপীয় ইউনিয়নে মুখ্য সমঝোতাকারী মাইকেল বার্নিয়ের বলেছেন, ইইউ বছরের শেষ দিকে চুক্তিহীন ব্রেক্সিট পরিকল্পনার দিকেই এগুচ্ছে। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বার্নিয়ের বলেন, ব্রিটেন ইইউর মূল নীতি এবং স্বার্থের দিকটাকে গুরুত্ব দিচ্ছে না। যদিও ব্রিটেন এই অভিযোগ অস্বীকার করেছে।