‘ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না’

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস সোমবার বলেছেন, কেবলমাত্র দখল করা ভূখন্ড থেকে ইসরাইল সরে গেলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। ইহুদি এ রাষ্ট্রের সাথে ইউএই ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের পর তিনি একথা বলেন। ওয়াশিংটনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে আব্বাস বলেন, ‘ইসরাইলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জিত হবে না।’ তিনি বলেন, তাদের এ কর্মকান্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করে ফিলিস্তিনিরা এর নিন্দা জানায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button