সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বুধবার রাত ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাজাহান ওমর, এম এ মান্নান, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ সালাহউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ এবং খালেদা জিয়ার স্বজনরা তার সফর সঙ্গী হয়েছেন। ১৩ অক্টোবর খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।