দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে রাতারগুল ওয়াচ টাওয়ার

সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল সোয়াম ফরেষ্টের পর্যটকদের জন্য তৈরী ওয়াচ টাওয়ার বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে দৃষ্টিনন্দন এ টাওয়ার স্থাপন করে বনবিভাগ। টাওয়ারে উঠে পুরো রাতারগুল সোয়াম ফরেষ্টের সৌন্দর্য্য উপভোগ করতেন এখানে ঘুরতে আসা পর্যটক দর্শনার্থীরা। শুরু থেকেই কারিগরি ত্রুটি থাকায় বনবিভাগের এ টাওয়ার ঝুকিপূর্নভাবে ব্যবহৃত হয়ে আসছিলো। সৌন্দর্য্য অবলোকনে টাওয়ারে উপরে পর্যটকরা ওঠার পর টাওয়ারটিতে কাপাকাপি শুরু হয়। ফলে শুর হতেই টাওয়ারটি ঝুকিপূর্নভাবেই পর্যটক সেবা চালু ছিলো। সম্প্রতি এই টাওয়ারে পর্যটকরা ওঠার পর তা আরও ঝুকিপূর্ণ ও পর্যটক পদভারে ভেঙ্গে পড়ার উপক্রম হলে রোববার দুপুর থেকে পর্যটক ওঠানামার ফটকে তালা ঝুলিয়ে তা বন্ধ ঘোষণা করে স্থানীয় বনবিভাগ। এ ব্যাপারে কথা হলে সারী রেঞ্জের রেঞ্জার সাদ উদ্দিন জানান, রাতারগুল সোয়াম ফরেষ্টে পর্যটকদের জন্য তৈরী টাওয়ারটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্যবহার ঝুকিপূর্ন হওয়াতে রোববার দুপুর থেকে আমরা টাওয়ারটিতে সম্পূর্ণরুপে পর্যটক ওঠানামা বন্ধ করে দেই। এ বিষয়ে প্রকৌশলীরা আসবেন এবং তাদের দেয়া সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। গোয়াইনঘাটের উপজেলা নির্বার্হী অফিসার মো. নাজমুস সাকিব বলেন,বিষয়টি জেনেছি এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে আমি বনবিভাগের সাথে যোগাযোগ করছি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button