উচ্চস্বরে আজান দেওয়ার অনুমতি জার্মান শহরে

দীর্ঘ অপেক্ষা আর নিন্তরণ সংগ্রামের পর এলো সাফল্য। অধিকার আদায়ে কিছু মানুষের ত্যাগের ফল পেলো জার্মানির মুসলিমরা। জানা যায়, দীর্ঘ পাঁচ বছর আইনি বিরোধের পরে জার্মান শহরে একটি মসজিদে উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি দিয়েছে আদালত। আজান দিতে এখন থেকে লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন মুয়াজ্জিন। বুধবার কাতারভিত্তিক আলজাজিরা জানায়, মসজিদটির অবস্থান উত্তর রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যে ওরে-এরকেনশিক শহরে। জুমার নামাজের জন্য শুক্রবার পনের মিনিটের জন্য লাউডস্পিকার ব্যবহার করত মসজিদটি। আজান দিয়ে স্থানীয় মুসলিম বাসিন্দাদের নামাজের জন্য আহ্বান করা হতো।
কিন্তু মসজিদের ৯০০ মিটার দূরত্বে বাস করা এক দম্পতি আজান নিয়ে আপত্তি জানান। তাদের অভিযোগ, আজানের শব্দের কারণে তাদের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। মসজিদে উচ্চ স্বরে আজান বন্ধে ওই দম্পতি আদালতে আশ্রয় নেয়। এই অভিযোগের সুরাহা হতে লেগে যায় পাঁচ বছর এবং এতদিন মসজিদটিতে বন্ধ ছিল লাউডস্পিকারে আজান দেয়াও। মুনেস্টারের একটি আদালত ওই দম্পতির অভিযোগ খারিজ করে দিয়েছে। ফলে স্থানীয় তার্কিশ ইসলামিক কমিউনিটির (দিতিব) মসজিদটিতে লাউডস্পিকারে আজান দিতে আর বাধা থাকল না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button