সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যালিস মানরো

Alice Munroসাহিত্যে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক নোবেল পুরস্কারের ২০১৩ সালের বিজয়ীর নাম অবশেষে ঘোষণা করা হলো সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে। সাহিত্যে ১০৬তম এই নোবেল বিজয়ীর নাম অ্যালিস মানরো। সুইডিশ অ্যাকাডেমি কানাডীয় এই লেখককে ‘সমসাময়িক ছোটোগল্পের মাস্টার’ বলে আখ্যায়িত করেছেন। ১৯৭৬ সালে নোবেল বিজয়ী সল বেলো’র পর এই প্রথম কোনো কানাডীয় লেখক বিশ্বের সবচেয়ে সম্মানীত ও দামি, ১.২ মিলিয়ন ডলার মূল্যমানের এ পুরস্কারে ভূষিত হলেন। উল্লেখ্য, বালকবয়সে সল বেলো কানাডা থেকে অ্যামেরিকায় পাড়ি জমিয়েছিলেন।এ পর্যন্ত অনেক পুরস্কার পেয়েছেন মুনরো। এর মধ্যে উল্লেখযোগ্য, ‘হেটশিপ, ফ্রেন্ডশিপ, কোর্টশিপ, লাভশিপ, ম্যারিজ’ গ্রন্থের জন্য পেয়েছেন ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কল প্রাইজ। কানাডার সবচেয়ে মর্যাদাপূর্ণ গভর্নর জেনারেল প্রাইজ তিন- তিনবার পাওয়ার কৃতিত্বও তার।বুকমেকাররা যে সাহিত্যিক বা লেখকের নামটি সবচেয়ে বেশি নিচ্ছিলেন তিনি হলেন জাপানী লেখক হারুকি মুরাকামি। এর পরই যার নাম বোদ্ধাদের মুখে মুখে ছিলো তিনি হলেন বব ডিলান। বলা হচ্ছিলো বিস্ময়কর বিজয়ী হিসেবে ঘোষিত হতে পারে তার নাম। সাহিত্যে কে নোবেল পেতে যাচ্ছেন তা আগ থেকেই বলে দেয়া সত্যিই দুরূহ। গত দশবছরে জেএম কোয়েটযি, মারিও ভারগাস ওসা এবং ডরিস লেসিং নোবেলজয়ী হলেও হার্তা মুলার, জেএমজি লি ক্লেজিও এবং টমাস ট্রান্সট্রোমারও নোবেলের সম্মান থেকে বঞ্চিত হননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button