আগস্টে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হয়েছে ২.১%
আগস্টে যদিও পুনরুদ্ধার অব্যাহত রয়েছে, তবে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১ শতাংশ; যা প্রত্যাশার চেয়ে কম। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের জিডিপি ফেব্রুয়ারির তুলনায় ৯ দশমিক ২ শতাংশ ছোট হয়েছে। অবশ্য লকডাউনের শুরুর দিকে কয়েক মাসের সংকোচন শেষে এ নিয়ে টানা চার মাস প্রবৃদ্ধি দেখল দেশটি।
জুন ও জুলাইয়ে ব্রিটিশ অর্থনীতি যে সম্প্রসারণের মধ্য দিয়ে গিয়েছিল, আগস্টে তা অনেক কম হয়েছে। ‘ইট আউট টু হেল্প আউট’-এর মতো পদক্ষেপে রেস্তোরাঁ খাত কিছুটা চাঙ্গা হলেও সার্বিকভাবে অর্থনীতিতে সে রকম উৎপাদনশীলতা দেখা যায়নি। উল্লেখ্য, জুন ও জুলাইয়ে যুক্তরাজ্যের অর্থনীতি যথাক্রমে ৮ দশমিক ৭ শতাংশ ও ৬ দশমিক ৬ শতাংশ সম্প্রসারিত হয়েছিল।
নতুন করে কভিড-১৯ বিধিনিষেধ আরোপের কারণে আগামী মাসগুলোয়ও প্রবৃদ্ধি আরো সংকুচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তিহীন ব্রেক্সিট এবং অক্টোবরে ফার্লো স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলে সংকট আরো বাড়বে। ধুঁকতে থাকা পরিষেবা খাত চলতি বছরে ৫ লাখ ৬০ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে। অর্থনীতি চাঙ্গায় নতুন সহায়তা প্যাকেজ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
GDP grew 2.1% in August but remains 9.2% below its February level:
▪️ services grew 2.4% (9.6% below February)
▪️ manufacturing grew 0.7% (8.5% below February)
▪️ construction grew 3.0% (10.8% below February)➡️ https://t.co/rZcA6nQcih pic.twitter.com/7XeFDFSxO5
— Office for National Statistics (ONS) (@ONS) October 9, 2020