ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে ভুয়সী প্রশংসা কুঁড়িয়েছে। এটা মানবতার অনন্য দৃষ্টান্ত। এ বিষয়ে ব্রিটেনের পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। এটা একটি আন্তর্জাতিক ইস্যু। রোহিঙ্গা সমস্যা সমাধানে আমেরিকা, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে রয়েছে। আমি চাই রোহিঙ্গারা নিরাপদে তাদের দেশে ফিরে যাক।
আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও পুঁজা মন্ডব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, কুমুদিনী ফাউন্ডেশনের কার্যক্রম দেখে আমি খুব খুশি। এখানে চিকিৎসা সেবাসহ যে ধরনের সেবামূলক কাজ হচ্ছে তা দেখে সত্যিই আমি অভিভূত। বাংলাদেশের জন্য একটি রোল মডেল। এখানকার ধর্মীয় উৎসব দেখে আমি আনন্দিত।
এসময় ডেপুটি হাইকমিশনার জাবেদ প্যাটেল, ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক ডা. প্রদীপ কুমার, অতিরিক্ত পুলিশ শাহীনুর ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জোবায়ের হোসেনসহ আরো অনেকেই ।