শান্তিতে নোবেল পুরস্কার পেল রাসায়নিক অস্ত্র পরিদর্শক সংস্থা
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)। শুক্রবার ওসলো থেকে এই পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটি জানায়, ‘রাসায়নিক অস্ত্র নির্মূলে’ ওপিসিডব্লিউ’-এর অনবদ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেয়া হচ্ছে। ১৯৯৭ সালের কেমিক্যাল উইপনস কনভেনশন বাস্তবায়নের লক্ষ্যে হেগভিত্তিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থাটিই সম্প্রতি সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুত তদারকির কাজ সম্পন্ন করে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই নরওয়ের টেলিভিশনে ওপিসিডব্লিউ’র শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কথা জানিয়ে দেয়। টেলিভিশনের ওয়েবসাইটে লেখা হয় : ‘সরকারি সম্প্রচার মাধ্যম এনআরকে’র সংগৃহীত’ তথ্য অনুযায়ী ২০১৩ সালের নোবেল শান্তি পুরস্কার পেতে যাচ্ছে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)। এবারের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য বিজয়ী হিসেবে ব্যাপকভাবে আলোচিত হচ্ছিলেন পাকিস্তানের শিশু মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই ও কঙ্গোর গাইনিকোলজিস্ট ডেনিস মুকওয়েগে।