যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন: জয় দিয়ে বাইডেনের শুরু
যুক্তরাষ্ট্রে প্রথম প্রহরে ভোট হওয়া এক কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রের সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহ্যগতভাবেই এই কেন্দ্রের ভোটের ফলাফল নির্বাচন শুরুর প্রথম প্রহরের হয়ে থাকে। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচ এলাকার ভোটকেন্দ্রের ভোটার মাত্র পাঁচজন। যাদের সবাই বাইডেনকে ভোট দিয়েছেন।
ঐতিহ্য অনুসারে ৩ নভেম্বর রাত ১২টায় ডিক্সভিল নচের ভোটকেন্দ্র ব্লাসমাস রিসোর্টে এসে গোপন ব্যালট পেপারের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সবগুলো ব্যালট পেপার জমা দেয়ার পর সাথে সাথেই ভোট গণনা শুরু হয়।
সাধারণত, নির্বাচন শুরুর এক ঘণ্টার মধ্যেই এই কেন্দ্রের ফলাফল জানা যায়। তাই বিশ্বের সবার আগ্রহ থাকে এই কেন্দ্রের ভোট নিয়ে। ২০১৬ সালেও এই কেন্দ্রে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হয়েছিলেন। কিন্তু ইলেকটোরাল কলেজে জয়ী হয়েছিলেন ট্রাম্প।