অক্সফোর্ডের টিকা চূড়ান্ত পর্যালোচনা শুরু ব্রিটিশ সরকারের
অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দেওয়ার চূড়ান্ত পর্যালোচনা শুরু করেছে ব্রিটিশ সরকার। সোমবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে বরিস জনসনের সরকারি সূত্র জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পর্যবেক্ষণের পর ফল বিশ্লেষণ করে খুব শিগগিরই টিকার অনুমোদন দিতে পারে ব্রিটিশ সরকার।
গত ২ নভেম্বর থেকে লন্ডনের একটি হাসপাতালকে টিকা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছিল সরকার। কিন্তু তখনো বিষয়টি ততটা স্পষ্ট হয়নি। মঙ্গলবার জানা গেল, সেই প্রক্রিয়া আসলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার চূড়ান্ত অনুমোদন দিতেই সেই নির্দেশ দেওয়া হয়েছিল।
সরকারি সূত্রে জানা গেছে, ব্রিটিশ স্বাস্থ্য সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ‘মেডিসিনস অ্যান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি’ (এমএইচআরএ) অক্সফোর্ডের টিকার পরীক্ষামূলক প্রয়োগের যে ফল এ পর্যন্ত পাওয়া গেছে, সেগুলো নিয়েই পর্যালোচনা চলছে। একই সঙ্গে ওই হাসপাতালে চলছে ‘রিয়েল টাইম’ পর্যবেক্ষণ। অ্যাস্ট্রাজেনেকার এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।