জামায়াত-শিবিরের ৩শ’ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা
হরতাল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের প্রায় ৩শ’ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে সিলেট নগরীর কোতোয়ালী ও জালালাবাদ থানায় পৃথক মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার জামায়াতের ডাকা হরতাল কর্মসূচী চলাকালে নগরীর মেন্দিবাগ ও পাঠানটুলা এলাকায় পুলিশের সাথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়। মেন্দিবাগের ঘটনায় কোতোয়ালী থানার এস আই আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৬। মামলার এজাহারে ছাত্র শিবির নেতা ইউসুফ বিন নূরী চৌধুরী সানী, ইয়াসিন খানসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৯০ জনকে আসামী করা হয়েছে বলে কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই শাহ মুবাশ্বির জানিয়েছেন। এদিকে, পাঠানটুলা এলাকার সংঘর্ষের ঘটনায় জালালাবাদ থানায় এসআই আব্দুল হামিদ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩। পুলিশ এসল্ট মামলার এজাহারে শিবির নেতা সানীসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১শ’ ৫০ জনকে আসামী করা হয়েছে।উভয় মামলার আসামীর সংখ্যা প্রায় ৩ শ’। মামলা দুটিতে ইউসুফ বিন নূরী চৌধুরী সানীকে প্রধান আসামী করা হয়েছে বলে পুলিশসূত্র জানিয়েছেন। জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানিয়েছেন, মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এলক্ষে বিভিন্ন স্থানে অভিযান ও পরিচালনা করা হয়েছে।