পারভেজ মোশাররফ ফের গ্রেফতার

Pervez Musharrafপাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে ফের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার লাল মসজিদ হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। দেশটির স্থানীয় ডন পত্রিকা এ খবর জানিয়েছে। এর আগে বুধবার বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা নবাব আকবর বুগতি হত্যা মামলায় জামিন পান তিনি। এর কয়েক ঘন্টা পরই তাকে লাল মসজিদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বেনজির ভুট্টো হত্যা মামলা, সুপ্রিম কোর্টের বিচারকদের বরখাস্ত ও আটক রাখার মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। ইসলামাবাদ পুলিশের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান জানান, আমরা মোশাররফকে গ্রেফতার করে গৃহবন্দি রেখেছি। এ মামলায় শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে। উল্লেখ্য, মোশাররফের বিরুদ্ধে রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে ২০০৭ সালে সেনা অভিযানের নির্দেশ দিয়ে একশ’রও বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে। মাত্র দুই সপ্তাহ আগে এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button