দরদি কণ্ঠের বিশ্ববিখ্যাত ক্বারি শেখ নুরাইন আর নেই

বিশ্ববিখ্যাত ক্বারী সুদানের শেখ নুরাইন মোহাম্মদ সিদ্দিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা বিশ্বে আলোচিত পবিত্র কোরআনের সবচেয়ে নিখুঁত ও দরদিকণ্ঠে তেলওয়াতকারীদের একজন ছিলেন তিনি। শুক্রবার রাজধানী খার্তুমের জনবহুল ওমডুম্যান এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পবিত্র কোরআনের চারজন হাফেজ ছাত্রসহ গাড়িতে করে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় তার তিন ছাত্রেরও মৃত্যু হয়েছে। অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। নিহত অপর তিনজন হলেন, আলী ইয়াকুব, আবদুল্লাহ আওয়াদ করিম ও মোহান্নাদ আল-কিনানি। আহত অপরজন সৈয়দ বিন ওমর চিকিৎসাধীন।
দেশটির ধর্মমন্ত্রী নাসেরুদ্দিন মুফরেহ এক ফেসবুক পোস্টে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করে তিনি বলেন, শেখ নুরাইন ও তার সঙ্গে থাকা তিন কোরআনে হাফেজের মৃত্যুতে আমি শোকাহত। তেলওয়াতের জন্য বিশ্বজুড়ে তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কুরআনপ্রেমিক প্রতিটি মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button