ডিজিটাল গ্রাহক বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার
অনলাইন ভার্সনেই লাভের মুখ দেখছে নিউইয়র্ক টাইমস
অনলাইন ভার্সনেই লাভের মুখ দেখছে নিউইয়র্ক টাইমস। তৃতীয় প্রান্তিকে পত্রিকাটির ডিজিটাল গ্রাহক বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার। ডিজিটাল গ্রাহক বাবদ আয় প্রথমবারের মত প্রিন্ট সংখ্যার আয়কে ছাড়িয়ে গেছে। দৈনিকটির চিফ এক্সিকিউটিভ অফিসার মেরেডিথ কোপিট লেভিন বলেন, অনলাইনে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে তৃতীয় প্রান্তিকে সাবসক্রিপশন ১২.৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় আয় বেড়েছে ৩০০.৯৫ মিলিয়ন বা ৩০ কোটি ৯৫ লাখ ডলার।
তবে নিউইয়র্ক টাইমস অনলাইনে আয় বৃদ্ধির জন্যে খবরের পাশাপাশি নতুন ধরনের ডিজিটাল পণ্য, গেমস, অডিও ও ভিডিও ফুটেজের ব্যাপক সংযোজন করেছে। নতুন ৩ লাখ ৯৩ হাজার গ্রাহকের মধ্যে পৌণে ৩ লাখই অনলাইনের নতুন সংযোজনের জন্যে সাবসক্রাইব করেছে। এজন্য করোনাভাইরাস ও মার্কিন নির্বাচনের খবর সহায়তা করেছে পত্রিকাটিকে। আরো নতুন গ্রাহক ধরতে তা সহায়তা করেছে। ডিজিটাল গ্রাহক আয় ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে চতুর্থ প্রান্তিকে। অবশ্য বিজ্ঞাপনও একই সময়ে হ্রাস পাবে ৩০ শতাংশ।
বছরের পর বছর চেষ্টার পর নিউইয়র্ক টাইমস অনলাইন ভার্সনে এ সফলতার মাইলফলক অতিক্রম করতে পেরেছে। কারণ প্রিন্ট ভার্সনে পাঠক ও বিজ্ঞাপন ব্যাপক কমে যাওয়ার পর অনলাইনে বিনিয়োগ ও মনোযোগ দুই বৃদ্ধি করা হয়েছিল। এটি শুধু নিউইয়র্ক টাইমস নয় খবরের কাগজের শিল্পেই সার্বিকভাবে আঘাত হেনেছিল। তৃতীয় প্রান্তিকে বিজ্ঞাপন বাবদ আয় কমেছে ৩০.২ শতাংশ যা অর্থমূল্যে ৭৯.২৫ মিলিয়ন ডলার। কোভিড লকডাউনে বিজ্ঞাপন বাজেট হ্রাস পেয়েছে।