বাইডেনকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বরিস জনসন
নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ মঙ্গলবার তিনি এই শুভেচ্ছা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। দুই রাজনৈতিক নেতার মধ্যে অন্তত ২০ থেকে ২৫ মিনিট কথা হয়েছে। শুভেচ্ছা বিনিময় ছাড়াও তারা বিশ্ব রাজনীতিসহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে। জনসন এক টুইট বার্তায় লিখেছেন, নির্বাচনে বিজয়ী হওয়ায় মাত্রই জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছি। তার সঙ্গে কথা হয়েছে। তিনি লিখেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গণতন্ত্রকে উন্নীত করা এবং মহামারি ভালোভাবে মোকাবিলার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।
I just spoke to @JoeBiden to congratulate him on his election. I look forward to strengthening the partnership between our countries and to working with him on our shared priorities – from tackling climate change, to promoting democracy and building back better from the pandemic.
— Boris Johnson (@BorisJohnson) November 10, 2020