চালু হলো রিজেন্টের ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইট

ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। গতকাল বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী  কর্ণেল অব. ফারুক খান এর উদ্বোধন করেন। রিজেন্ট এয়াওয়েজের এটি দ্বিতীয় আন্তর্জাতিক গন্তব্য। এর আগে তারা চলতি বছরের ১৫ই জুলাই থেকে নিয়মিতভাবে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে পরিচালনা শুরু করে। অনুষ্ঠানে সিভিল এভিয়েশেনের চেয়ারম্যান ভাইস মর্শাল মাহমুদ হোসাইন, রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও ড. আবদুল মোমেন উপস্থিত ছিলেন। রিজেন্ট এয়ারওয়েজ সপ্তাহে চার দিন ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইট পরিচালনা করবে। সোম, বুধ, শুক্র ও রোববার রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট  নিয়মিত পরিচালিত হবে। প্রথম  ফ্লাইট আরএক্স ৭৮০ গতকাল স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটে অবতরণ করে। ফিরতি ফ্লাইট আরএক্স ৭৮১ ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টায় যাত্রা শুরু করে ঢাকায় স্থানীয় সময় ৩টা ২৫ মিনিটে অবতরণ করে।
যাত্রীগণ ঢাকা-ব্যাংকক-ঢাকা যাতায়াতের জন্য ইকনোমি ক্লাসের টিকিট ২০ হাজার ৭০৭ টাকা এবং বিজনেস ক্লাসের টিকিট ৩৫ হাজার ৪৮৭ টাকায় ক্রয় করতে পারবেন। রিজেন্ট এয়ারের অনুমোদিত এজেন্ট, নিজস্ব অফিস থেকে টিকিট কেনা যাবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button