অবশেষে করোনায় মৃত্যু হলো ব্রিটিশ সিরিয়াল কিলারের
করোনায় মারা গেলেন ব্রিটিশ সিরিয়াল কিলার পিটার সাক্লিফের। শুক্রবার ভোরে ৭৪ বছর বয়সে তিনি কারাগারে মারা যান। এর আগে তার করোনা পজিটিভ হলে তিনি চিকিৎসা নিতে অস্বীকার করেন। কারা কর্তৃপক্ষ এ খবর দিয়েছে। ১৯৭৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত পাঁচ বছরে ইয়র্কশায়ার রিপার নামে পরিচিত পিটার সাক্লিফ কমপক্ষে ১৩ জন নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। তার খুনের ধরণ ছিল, খুন করার পর তিনি মৃত ব্যক্তির চেহারা বিকৃত করে ফেলতেন। ইংল্যান্ডের উত্তরের শহরগুলোতে সে সময় তিনি মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন। তাকে ধরতে গিয়ে পুলিশ বারবার ব্যর্থ হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল।
শেষ পর্যন্ত ১৯৮১ সালে পুলিশের হাতে ধরা পড়েন খুনি সাক্লিফ। তার বিরুদ্ধে ১৩টি হত্যাকাণ্ড এবং সাতটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। সাক্লিফকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কারাগারে থাকাকালে তার প্যারানয়েড সিজোফ্রেনিয়া রোগ ধরা পড়ে।