ব্রিটেনের সামরিক খাতে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ
সামরিক খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশে অভিযান খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গত ৩০ বছরের মধ্যে এটিই দেশটির সর্বোচ্চ সামরিক বরাদ্দ। দেশটির বর্তমান সামরিক বাজেটে যোগ করা হবে আরও অতিরিক্ত সাড়ে ১৬ বিলিয়ন পাউন্ড। ২০২০-২১ অর্থবছরের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট ছিলো সাড়ে ৪১ বিলিয়ন পাউন্ড। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমি অতিমহামারীর সময় এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দেশের প্রতিরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।
তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক পরিস্থিতি যে কোনও সময়ের চেয়ে বেশি প্রতিযোগীতামূলক অবস্থায় রয়েছে। আমাদের অবম্যই মিত্রদের পাশে থাকতে হবে। আমরা আমাদের সক্ষমতা বাড়াবোই। জানুয়ারিতেই ব্রেক্সিট পরবর্তী যুগে প্রবেশ করবে দেশটি। একই সময় আটলান্টিকের ওপারে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। নতুন বাজেটের কারণে যুক্তরাজ্য পরিণত হবে ন্যাটোর ২য় বৃহত্তম সামরিক ব্যয়কারিকে। ধারণা করা হচ্ছে এই বাজেট বাড়ানোই হয়েছে যুক্তরাষ্ট্রকে খুশি করতে। শুধু উন্নত ধরণের সামরিক সরঞ্জামই নয়, যুক্তরাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা আর মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায়। মহাকাশ গবেষণায়ও দেশটির নতুন বাজেটে গুরুত্বারোপ করা হবে।