অক্সফোর্ড ভ্যাকসিন বয়স্কদের রোগপ্রতিরোধ তৈরি করছে
অক্সফোর্ড ভ্যাকসিন সিনিয়র সিটিজেনদের জন্য শক্তিশালী রোগপ্রতিরোধ তৈরি করছে বলে এক গবেষণায় জানানো হয়েছে। গবেষণায় আরও জানানো হয়, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিনটি ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ক্ষেত্রে দৃঢ় রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করছে। ব্রিটিশ চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানসচটে প্রকাশিত অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় দফার ফলাফলে এমনটি বলা হয়েছে।
ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফার ফলাফলে অক্সফোর্ডের ভ্যাকসিনটির ডোজ নেয়া ৫৬০ সুস্থ স্বেচ্ছাসেবীর এ সংক্রান্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা আশাব্যঞ্জক। এ ছাড়া এই ভ্যাকসিনের পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে ল্যানসেটে পিয়ার রিভিউ হওয়া ফলাফলে জানানো হয়েছে। দ্বিতীয় দফার ফলাফলে বলা হয়েছে, ভ্যাকসিন প্রয়োগের পর ১৮ থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে ৫৬ থেকে ৬৯ এবং ৭০ বয়সোর্ধ্বদের মধ্যে। ইতোমধ্যে তৃতীয় ধাপের ট্রায়ালের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, ফাইজার-বায়োএনটেক, রাশিয়ার স্পুতনিক-৫ এবং মডারনার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি।