সউদীতে সবাই ভ্যাকসিন পাবে বিনামূল্যে
সউদী আরবে বসবাসকারী আরব-অনারব সকল অধিবাসীকে বিনামূল্যে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে সউদী স্বাস্থ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সউদী স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সউদীতে বসবাসকারী সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে। কর্মকর্তারা আশা করছেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এ ভ্যাকসিন দিতে পারবেন।
সউদী আরবের দৈনিক করোনাভাইরাস সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, ভ্যাকসিনগুলো নিরাপদ ও কার্যকর হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
সউদীতে গত মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৭৪১ জন। করোনা থেকে সুস্থ হয়েছে তিন লাখ ৪৪ হাজার ৩১১ জন এবং মারা গেছেন ৫ হাজার ৮১১ জন মানুষ।