বিশ্বব্যাপী বাড়ছে ভেজাল ওষুধের দৌরাত্ম্য
বিশ্বব্যাপী বাড়ছে ভেজাল ওষুধের দৌরাত্ম্য। খুব বেশি লাভবান হওয়ায় এ ধরনের ওষুধ বাজারজাতকরণে অপরাধ জগতের কর্তাব্যক্তিরা ভয়াবহভাবে এর পিছনে ছুটছে। ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে সাধারণ মানুষের জীবন । বিভিন্ন দেশের সীমান্ত পথকেই ব্যবহার করা হচ্ছে এর নিরাপদ রুট হিসাবে। খবর ডয়চে ভেলের।
সবচেয়ে ভয়ানক তথ্য হচ্ছে এসব অনেক ওষুধই তৈরি হচ্ছে আর্সেনিকের মতো বিষ দিয়ে। শুধু তাই নয়, কখনও কখনও কোনো কোনো ওষুধে উপাদান বলতে থাকে শুধু বিষাক্ত পানি। প্রতি বছর আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেট এসব ভেজাল ওষুধ বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর এসবের বেশিরভাগই বিক্রি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। চটকধারী বিজ্ঞাপন দেখে মানুষ খুব সহজেই এর ফাঁদে পড়ে যায়। উদাহরণস্বরূপ আফ্রিকার কথা বলা যায়। এখানে প্রতি বছর ম্যালেরিয়া ও যক্ষ্মার জন্য ভেজাল ওষুধ খেয়ে মারা যাচ্ছে কমপক্ষে ৭ লাখ মানুষ। জার্মানিসহ বিশ্বের বেশিরভাগ দেশেও অবাধে বিক্রি হচ্ছে এসব ওষুধ।