ইসলামোফোবিয়া রোহিঙ্গা ও ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ

ওআইসির নতুন মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা

বিভক্তি নয়, ঐক্য ও সংহতির ওপর গুরুত্বারোপ ওআইসির

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হুসেইন ইব্রাহিম তাহা। যিনি আফ্রিকার দেশ শাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি ২০২১ সালের নভেম্বর থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। নাইজারে অনুষ্ঠিত ওআইসির দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে সর্বসম্মতিক্রমে শনিবার ১২তম মহাসচিব হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

নাইজারে অনুষ্ঠিত ওআইসির দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে বর্তমান মহাসচিব ইউসুফ আল ওথাইমিন নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন। ওআইসির বর্তমান মহাসচিব ইউসুফ বিন আল ওথাইমিনের মেয়াদ শেষ হলে নতুন মহাসচিব দায়িত্ব নেবেন হুসেইন ইব্রাহিম তাহা। ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি। নবনির্বাচিত ওআইসি মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
হুসেইন ইব্রাহিম তাহা ১৯৫১ সালে শাদের আবেচে শহরে জন্মগ্রহণ করেন। শাদে প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি প্যারিসে ন্যাশনাল ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ ও সিভিলাইজেশন ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়াশোনা করেন। ১৯৭৯ সালে তিনি শাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি শাদের রাষ্ট্রদূত হিসেবে ফ্রান্স, পর্তুগাল, তাইওয়ান, গ্রিসে দায়িত্ব পালন করেছেন। করোনাভাইরাসের কারণে এবারের ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে অনেক দেশের মন্ত্রীরা যোগ দিতে পারেননি।
এদিকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে দায়ের করা মামলায় আইনি লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহ, ইসলামোফোবিয়া ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহবান জানিয়ে এবং ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানে আরব রাষ্ট্রসমূহের নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ৫৭ রাষ্ট্রবিশিষ্ট ওআইসি-র পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক শেষ হয়েছে।
কাউন্সিল অব ফরেন মিনিস্টার (সিএফএম)-এর ৪৭তম বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমেদ আল-ওসাইমিন বলেন, “আমরা মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি নয়, ঐক্য ও সংহতির ওপর জোর দিয়েছি। আমরা একে অপরকে সম্মানের পথে চলার চেষ্টা করছি। বাক স্বাধীনতার মানে আপনি ধর্ম সম্পর্কে যা ইচ্ছে তাই বলতে পারেন না।”
পরস্পরের মতামতের প্রতি সহনশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদ ইসলামের অংশ নয়, অন্য ধর্ম বা সংস্কৃতি নিয়ে ইসলামের কোন সমস্যা নেই। ইসলাম নারী ক্ষমতায়নকে সম্মান করে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দেয়।” “যদি কোন খারাপ মানুষ ইসলামের নামে অনৈতিক কাজ করে, তবে তারা ইসলামকে নয়, কেবলমাত্র নিজেদেরই প্রতিনিধিত্ব করে। তাদের এই খারাপ কাজের দায় ইসলামের নয়।”
এ সময় ওআইসি-র সদস্য রাষ্ট্রগুলো ইউরোপের বিভিন্ন দেশে ইসলামোফোবিয়ার সামপ্রতিক উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে। ওআইসি মহাসচিব বাংলাদেশসহ যেসব দেশ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলায় আইনি লড়াই চালিয়ে যেতে গাম্বিয়াকে ইতিমধ্যেই আর্থিক সহায়তায় দিয়েছে তাদের ধন্যবাদ জানান। ওআইসি ইতিমধ্যেই আইসিজে-তে দায়ের করা মামলায় গাম্বিয়াকে আর্থিক সহায়তার জন্য তহবিল সংগ্রহে একটি বিশেষ হিসেব খুলেছে। সংস্থাটি আরও তহবিল প্রদানের জন্য এর অন্যান্য সদস্য রাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে এই মামলায় পশ্চিম আফ্রিকার দেশটিকে সহায়তার জন্য বাংলাদেশ ওআইসি-কে ৫ লাখ মার্কিন ডলার প্রদান করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button