গুলিস্তান-যাত্রাবাড়ী ‘মেয়র মোহাম্মদ হানিফ’ ফ্লাইওভার উদ্বোধন
গুলিস্তান-যাত্রাবাড়ী ‘মেয়র মোহাম্মদ হানিফ’ ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী ফ্লাইওভারের যাত্রাবাড়ী-কুতুবখালী প্রান্ত থেকে ফলক উন্মোচন করেন।প্রধানমন্ত্রী প্রথমেই গুলিস্তান পয়েন্ট থেকে গাড়িতে করে ফ্লাইওভার ব্যবহার করে কুতুবখালী প্রান্তে যান। ফলক উন্মোচন শেষে তিনি নিজে ফ্লাইওভার ব্যবহারের টোল দেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিটি করপোরেশনের কর্মকর্তা ও ওরিয়ন গ্রপের কর্মকর্তারা।
প্রথমবারের মতো সরকারি-বেসরকারি উদ্যোগে এটি নির্মাণে বিনিয়োগ করেছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এতে মোট ব্যয় হয়েছে দুই হাজার ১০৮ কোটি টাকা। ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই ফ্লাইওভার নির্মিত হয়েছে। ২০১০ সালে এর নির্মাণকাজ শুরু হয়। ফ্লাইওভার ওঠার সময় টোল দিতে হবে না। নামার সময় সাতটি বেরোনোর পথে টোল দিতে হবে।ফ্লাইওভার উদ্বোধন হলেও এখনই যাত্রী সাধারণের জন্য তা খুলে দেয়া হবে না বলে জানা গেছে। ফ্লাইওভারটির বেশ কিছু কাজ এখনো বাকি।