তুরস্কের ইলেকট্রিক বাস রফতানী হচ্ছে সুইডেনে
তুর্কি কোম্পানী গ্রুপ ‘সাবানসি হোল্ডিং‘-এর একটি সহায়ক প্রতিষ্ঠান টেমসা প্রথম ইলেকট্রিক বাস রফতানী করেছে ইউরোপীয় দেশ সুইডেনে। অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানী টেমসা আরবান বাস ব্রান্ড এমডিনাইন ইলেকট্রিসিটি রফতানী করেছে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে যে, বাসগুলো কানেক্ট বাস-এর কাছে বিক্রয় করা হয়েছে, যা অঞ্চলের সবচেয়ে খ্যাতনামা স্থানীয় অপারেটরদের অন্যতম। কানেক্ট বাস-এর ১ হাজার গাড়িবহর রয়েছে। গাড়িগুলো শীঘ্রই ওককেরো-এর দ্বীপ পৌরসভায় পৌঁছবে এবং স্থানীয় পরিবহন বহরে যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সবানসি হোল্ডিং ইন্ডাস্ট্রি গ্রুপ এবং টেমসা বোর্ডের চেয়ারপারসন সিভদেত আলেমদার বলেন, আমরা এমন একটি সময়ে প্রবেশ করেছি, যাতে টেমসা বৈশ্বিক বাজারে আরো অধিক শক্তিশালী হবে সাবানসি হোল্ডিং এবং পিপিএফ গ্রুপ পার্টনারশিপের সাথে। টেমসা তুর্কী ইন্ডাস্ট্রিতে অর্ধ শতাব্দীরও বেশি কাল যাবৎ অবদান রাখছে।
টেমসা-এর চীফ এক্সিকিউভ অফিসার টোগলা খান বলেন, গণপরিবহনের ভবিষ্যত ইলেকট্রিক গাড়ির ওপর গুরুত্ব প্রদানের মাধ্যমে রূপ পরিগ্রহ করেছে। ইলেকট্রিক গাড়ি এমডি নাইন ইলেকট্রিসিটি, এভিনিউ ইলেক্ট্রন ও এভিনিউ ইভি বিপুল সংখ্যায় উৎপাদনের জন্য প্রস্তুত। খান বলেন,অঞ্চলের অন্য অপারেটরদের নিকট থেকে আমাদের গাড়ির অর্ডার পাওয়া যাচ্ছে।
সুইডিশ পৌরসভা যখন তাদের শহরের পরিবহনে গাড়িগুলো ব্যবহার করবে তখন অন্যান্য সম্ভাব্য ক্রেতা ও এগুলোর ব্যাপারে আগ্রহী হবে।