২০২১ সালেও বন্ধ থাকবে হিথরো বিমানবন্দরের টার্মিনাল ৪
একসময় ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হলেও করোনা মহামারীর কারণে যাত্রী পরিবহন কমায় ৪ নম্বর টার্মিনাল ২০২১ সাল নাগাদ বন্ধ রাখবে লন্ডনের হিথরো বিমানবন্দর। পশ্চিম লন্ডনে অবস্থিত বিমানবন্দরটিতে গত নভেম্বরে যাত্রী পরিবহন ২০১৯ সালের একই মাসের তুলনায় ৮৮ শতাংশ কমায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। গত মাসে এ বিমানবন্দরে যাত্রী পরিবহন হয়েছে ৭ লাখ ৪৭ হাজার। কার্গো পরিবহনও বছরওয়ারি কমেছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, বর্তমান পূর্বাভাস ও যাত্রী সংখ্যা হ্রাসের ফলে ২০২১ সালের শেষ নাগাদ আমাদের টার্মিনাল ৪ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। গত মার্চে করোনা নিয়ন্ত্রণে নেয়া লকডাউনের পর এপ্রিলে টার্মিনাল ৩ এবং মে মাসে টার্মিনাল ৪ বন্ধ হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে নভেম্বরে ফের লকডাউন আরোপ করায় যাত্রী পরিবহন কমেছে। গত অক্টোবরে যাত্রী পরিবহন ৮২ শতাংশ কমায় ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে হিথরোকে সরিয়ে শীর্ষে চলে আসে প্যারিসের শার্ল দ্য গল।