নতুন আরেক ধরণের করোনা ভাইরাসের সন্ধান যুক্তরাজ্যে
দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে যুক্তরাজ্যেও। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বুধবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে হ্যানকক বলেন, করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত দুজন রোগীর সন্ধান মিলেছে। তারা উভয়ই দক্ষিণ আফ্রিকায় কয়েক সপ্তাহ আগে সফর করেছেন।
হ্যানকক আরো বলেন, এটা অনেক সংক্রামক । যুক্তরাজ্যে যে নতুন ধরণের করোনা পাওয়া গেছে এটি তার চেয়েও বেশি সংক্রামক।
সংবাদ সম্মেলনে নতুন করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ব্রিটিশ জনগণের উদ্দেশ্যে হ্যানকক বলেন, এখনই ছেড়ে দেবেন না।
করোনা ভাইরাসের নতুন ধরণ দক্ষিণ আফ্রিকাতে দ্রুত করোনার সংক্রমণ বাড়াচ্ছে। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এর আগে যুক্তরাজ্যেও করোনা ভাইরাসের নতুন এক ধরণের সন্ধান পাওয়া যায়। যেটি ইংল্যান্ডের কিছু অংশে দ্রুত করোনা ছড়াচ্ছে বলে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল।