ইইউ-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন
ইইউ-যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সমর্থন দিয়েছে ব্রিটিশ সংসদ সদস্যরা। চুক্তিটি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বুধবার ভোটাভুটি হয়। চুক্তিটির পক্ষে পড়েছে ৫২১টি ভোট এবং বিপক্ষে পড়েছে ৭৩টি ভোট। ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার এক বছর পর আগামী ৩১ ডিসেম্বর থেকে ইইউ’র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এতে বাণিজ্যের ক্ষেত্রে বড় বদল আসবে। যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, আর বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল। এর আগে গত বৃহস্পতিবার নানা হিসাব-নিকাশ আর টানাপোড়েন শেষে সম্পন্ন হলো ইইউ-যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।