তুর্কী ড্রোনের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী
তুর্কী ড্রোন অনুসারে নতুন ড্রোন তৈরি করতে আগ্রহী যুক্তরাজ্য
যুক্তরাজ্য তুরস্কের একটি অনুষ্ঠানে প্রদর্শিত ড্রোন অনুসারে একটি নতুন ড্রোন কর্মসূচী চালু করতে চাইছে। সাম্প্রতিক নাগোর্ন-কারাবাখ যুদ্ধে তুর্কী বায়রাখতার ড্রোনসমূহের সাফল্য বিশ্লেষণের পর দেশটি এমন পদক্ষেপ গ্রহণে আগ্রহী হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সস্তা তুর্কী ড্রোন ব্যবহার করে আজারবাইজানের যুদ্ধজয় ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ মাসের শরৎকালীন যুদ্ধে আজারবাইজানিরা আর্মেনীয়াদের পরাজিত করে। পত্রিকান্তরে প্রকাশিত খবরে প্রকাশ, বায়রাখতার, টিবিটু ড্রোন স্বল্প ব্যয়সাধ্য। একটি ড্রোনের দাম ১০ লাখ পাউন্ড থেকে ২০ লাখ পাউন্ড। অথচ ব্রিটিশ সামরিক বাহিনী কর্তৃক ইতোপূর্বে ক্রয়কৃত একটি ড্রোনের দাম ছিলো প্রায় ২০ মিলিয়ন পাউন্ড।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এর আগেও তুর্কী বায়রাখতার ড্রোনের প্রশংসা করেছিলেন। তিনি বলেন, তুর্কীদের উদ্ভাবনী শক্তিতেই এসব ড্রোনের জন্মের মূল শেকড় নিহিত। বিদেশী প্রোগ্রামগুলোতে প্রবেশ না করেই তুর্কীরা তাদের উদ্ভাবিত ড্রোনগুলো অত্যন্ত চমৎকারভাবে ব্যবহার করেছে। শত্রুদের প্রতি প্রকৃত চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার সক্ষমতা রয়েছে ড্রোনগুলোর। মন্ত্রী ওয়ালেস রয়াল ইউনাইটেড সার্ভিসেজ ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ (আরইউএসআই) আয়োজিত একটি ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
উল্লেখ্য, তুরস্ক ১০ বছরের স্বল্প সময়ের কর্মসূচীতে এসব ড্রোন নির্মাণে সক্ষম হয়েছে।