তুরস্কে ২০২০ সালে স্বর্ণ উৎপাদন ইতিহাসের সর্বোচ্চ
ব্লুমবার্গ এইচটি অনুসারে গত ২০২০ সালে তুরস্কের স্বর্ণের উৎপাদন প্রজাতন্ত্রের ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ ডনমেজ গত শনিবার একথা ঘোষণা করেছেন। ডনমেজ বলেছেন, তুরস্কে স্বর্ণ উৎপাদন ৪২ মেট্রিক টনে পৌঁছেছে।
তিনি যোগ করেন, ‘তুরস্কের স্বর্ণ খনি সাইটগুলোর চারপাশে পরিবেশ সচেতনতা সেই বিষয়টির মূল ফোকাস যা দেশটিকে পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বমানের শীর্ষে স্থান দেয়া হয়েছে’।
ডোনমেজ আরও বলেছেন যে, বিগত ২০ বছরে ৩৮২ টন সোনার উৎপাদন হয়েছে, যা তুরস্ককে করের রাজস্ব বাড়িয়ে তুলতে ৭৬ টন স্বর্ণের সমপরিমাণে সহায়তা করেছে। তুরস্ক ২০০১ সালে ১.৪ টন স্বল্পহারে স্বর্ণ উৎপাদন শুরু করেছিল।
তুরস্ক গত মাসে ঘোষণা করে যে, তুরস্কের কৃষি ঋণ সমবায়গুলোর সহায়ক সংস্থা গুব্রেটাসের সোগুত সোনার খনিতে প্রায় সাড়ে ৩ মিলিয়ন ট্রিলিয়ন আউন্স স্বর্ণের মজুদ সনাক্ত করা হয়েছে।