ঋষি সুনাকের সতর্কবাণী: ব্রিটিশ অর্থনীতি আরও খারাপ হবে
ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক করোনভাইরাস ভ্যাকসিন প্রয়োগের ফলে চাকুরীর সম্ভাবনা ও প্রবৃদ্ধির উন্নতির আগে ব্রিটেনের অর্থনীতি অধিকতর খারাপ হওয়ার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। চ্যান্সেলর হাউস অব কমন্স-এর উদ্দেশে বলেন, যখন ভ্যাকসিন আশার আলো দেখাচ্ছে, তখন ভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী কঠোর বিধি নিষেধ প্রয়োজন। এতে অধিকতর অর্থনৈতিক প্রভাব সৃষ্টি হবে। দেশব্যাপী তৃতীয় লকডাউন ঘোষনার পর এই প্রথম কমন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, ট্রেজারির জরুরী সহায়তা চাকুরী ও ব্যবসা সুরক্ষায় সহায়তা করছে এবং অর্থনীতির পুনরুজ্জীবনে ভ্যাকসিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উত্তোলক। তবে সর্বশেষ বিধি নিষেধের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় একটি নতুন প্যাকেজের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ট্রেড ইউনিয়নসহ লেবার পার্টির…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login